۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
হামাস-হিজবুল্লাহ ভীতি, কানাডা পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী। 

/হাওজা / ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী।

ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালার মতে, হামাস অপারেশন আল-আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরায়েলি তথাকথিত ‘মানবিক ভিসা’ ব্যবহার করতে চাইছে। আর কানাডা ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদের।

ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই ইসরায়েলিদের একটি বড় দল কানাডীয় সরকার এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আসন্ন যুদ্ধের ভয়ে বহু নাগরিক ইসরায়েলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে।

এদিকে টাইমস অব ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছে।

ফিলিস্তিনের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম ছয় মাসে ৫ লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং আর ফিরে আসেনি।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ডি মার্কার’ জানিয়েছিল যে, হামাসের আল আকসা তুফান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে।

এছাড়াও ইরানের বার্তা সংস্থা তাসনিম’র এক প্রতিবেদনে বলা হয় যে, হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় সেখানে বাড়িভাড়াও অনেক বেড়ে গেছে।

আর এবার ইসরাইলি নিউজ আউটলেট ওয়ালা নিশ্চিত করল হাজার হাজার ইসরায়েলির কানাডায় পালানোর কথা।

সূত্র: ইরানি বার্তা সংস্থা ইরনা

تبصرہ ارسال

You are replying to: .